'ওয়ার্ক ফ্রম হোম'-এর নির্দেশ নবান্নের, শনিবার থেকেই চালু ই-অফিস
ODD বাংলা ডেস্ক: এবার 'ওয়ার্ক ফ্রম হোম' করতে হবে সরকারি আধিকারিকদেরও! উৎসবের আমেজে মজে বাঙালি। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারি দফতরের কর্মীদের পুজোর ছুটি ১১ অক্টোবর পর্যন্ত, জানানো হয় নবান্নের তরফে। ১২ তারিখ থেকে সরকারি অফিসগুলি চালু হবে। ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের ই অফিস সার্ভার বন্ধ। কিন্তু, তা পুনরায় চালু হচ্ছে ৮ তারিখ অর্থাৎ শনিবার থেকে। এই দিন থেকেই অনলাইনে ফাইল পাস করানোর কাজ করতে পারবেন সরকারি আধিকারিকরা। প্রশাসনিক কাজকর্মতে গতি আনার জন্য অনলাইনে কাজের এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, পুজোয় সরকারি অফিসগুলি ছুটি ছিল। এই সময় সরকারি ই অফিস সার্ভারটিও সক্রিয় ছিল না। ছুটির দিনগুলিতে তা রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল। সেই কাজও সম্পন্ন হয়েছে। ফলে সরকারি আধিকারিকদের 'ওয়ার্ক ফ্রম হোম'-এ কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
Post a Comment