রাজ্যে ডেঙ্গু আক্রান্ত অন্তত ৯০০, চিন্তা বাড়াচ্ছে এই জেলার পরিস্থিতি


ODD বাংলা ডেস্ক: ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। র্ষাকালে প্রতিবারই রাজ্যে মশাবাহিত রোগের উপদ্রব বৃদ্ধি পায়। এবারও ছবিটা প্রায় একইরকম। রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত অন্তত ৯০০। সংক্রমিতের তালিকায় রয়েছে খুদেরাও। রাজ্যের বর্তমান ডেঙ্গু গ্রাফ চিন্তা ধরাচ্ছে সকলকে। মশাবাহিত রোগ মোকাবিলায় তৎপর রাজ্য স্বাস্থ্যদপ্তর।ব তাঁরা প্রত্যেকেই বিভিন্ন হাসপাতালে ভরতি রয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছে শিশুরাও। বিসি রায় শিশু হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৬ জন। তাদের শারীরিক অবস্থা বেশ সংকটজনক। বাঁকুড়া পুরসভাতেও ক্রমশ বাড়ছে ডেঙ্গুর দাপট। বাঁকুড়া স্বাস্থ্য জেলার রিপোর্ট অনুযায়ী, শহরের ২৪টি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ২১৮। যার মধ্যে ১৭৬জন ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ৯ নম্বর ওয়ার্ডে ১৩ জন এবং ১৬ নম্বর ওয়ার্ডে ১৬ জন। এছাড়া ১, ৬, ১০, ১১, ১২, ১৩, ২২, ২৩, ও ২৪ নম্বর ওয়ার্ডেও ডেঙ্গু আক্রান্ত হয়েছেন অনেকেই। বৃহস্পতিবার সকালে ধীবর পাড়ায় ১১ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.