ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, প্রাণ গেল কলকাতা পুলিশের এএসআইয়ের
ODD বাংলা ডেস্ক: ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রাণ গেল কলকাতা পুলিশের এক এএসআইয়ের। মোমিনপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শনিবার ভোরে প্রাণহানি হয় ওই পুলিশকর্মীর।নিহত উৎপল নস্কর কলকাতা পুলিশের এএসআই ছিলেন। লালবাজারে ছিল তাঁর পোস্টিং। বাঁশদ্রোণী এলাকায় ফ্ল্যাটে বসবাস করতেন উৎপলবাবু। গত রবিবার জ্বর আসে তাঁর। সোমবার চিকিৎসকের কাছে যান। তিনি ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন। সেই অনুযায়ী টেস্ট করান। রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার মোমিনপুরের বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। যমে মানুষে চলে লড়াই। রবিবার ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর।
Post a Comment