বিশ্বে কোন গন্ধ সবচেয়ে জনপ্রিয়?
ODD বাংলা ডেস্ক: সুগন্ধি যে সহজেই মানুষকে আকৃষ্ট করতে পারে, তা আমারা সবাই জানি। আর তাই শরীর সুগন্ধময় করতে আতর থেকে সুগন্ধি, হরেক রকমের জিনিস ব্যবহার করি আমরা। বাজারের এসব আতর ও সুগন্ধিতে অভাব নেই বৈচিত্রেরও। সুগন্ধি প্রস্তুতকারক সংস্থাগুলোর বিজ্ঞাপন দেখে অবশ্য বোঝার কোনো উপায়ই নেই কোন গন্ধ সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ। বিজ্ঞাপন তো অনেক কথাই বলে, কিন্তু বিজ্ঞান কী বলছে?
বিজ্ঞানীরা কিন্তু বলছেন, তারা নাকি খুঁজে পেয়ে গিয়েছেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সুগন্ধি! গবেষণা বলছে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গন্ধে রয়েছে ভ্যানিলার মৃদু সুবাস। অন্য দিকে সবচেয়ে অপছন্দের গন্ধগুলোর মধ্যে রয়েছে ঘামে ভেজা পা ও চিজের গন্ধ।
সুইডেনের একটি বিজ্ঞান প্রতিষ্ঠানের স্নায়ুতত্ত্ব বিভাগের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গবেষকদের দাবি, সংস্কৃতি ভেদে গন্ধ সম্পর্কে মানুষের চেতনা ভিন্ন ভিন্ন হলেও শেষ পর্যন্ত ব্যক্তিগত পছন্দ-অপছন্দই ঠিক করে দেয় কোন গন্ধ ভালো লাগবে। তাদের গবেষণা বলছে, কার কোন গন্ধ ভালো লাগবে, তার মাত্র ৬ শতাংশ নির্ভর করে সংস্কৃতির উপর। অপর দিকে ৫৪ শতাংশ ক্ষেত্রে প্রাধান্য পায় মানুষের ব্যক্তিগত ভালো লাগা।
Post a Comment