‘বিজেপির টিকিট দিলে লোকসভা ভোটে লড়তে চাই’, খোলাখুলি ঘোষণা কঙ্গনার
ODD বাংলা ডেস্ক: সুযোগ পেলে লোকসভা ভোটে লড়তে চান কঙ্গনা রানাউত। এক সংবাদমাধ্যমের আলোচনা সভায় গিয়ে এই মন্তব্য করেন তিনি। বরাবর গেরুয়া শিবিরের সমর্থক কঙ্গনা। বিজেপি টিকিট দিলেই হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান বলে জানান তিনি।গত কয়েক বছরে কঙ্গনা যা ইমেজ বানিয়েছেন, তাতে কঙ্গনা বিতর্ক খুঁজে বেড়ান না বরং বিতর্ক কঙ্গনাকে ঠিক খুঁজে পেয়ে যায়।তবে অভিনেত্রী যে সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল।এর আগে শোনা গিয়েছিল, বিজেপির হয়ে মথুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন কঙ্গনা। সে বিষয়ে আবার তীব্র প্রতিক্রিয়া দেন বলিউডের ড্রিমগার্ল তথা মথুরার সাংসদ হেমা মালিনী। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কটাক্ষের সুরে বলেন “মথুরার মানুষরা যে সিনেমার অভিনেতাদের পছন্দ করেন সেটা তো ভালই। হয়তো কোনওদিন রাখি সাওয়ান্তও যোগ দেবে।”
Post a Comment