নোটবন্দির ৬ বছর! কতটা কালোটাকা বাজেয়াপ্ত করতে পারল কেন্দ্র



ODD বাংলা ডেস্ক:  ২০১৬ সালের ৮ নভেম্বরের রাত ৮টা। ভারতীয় ইতিহাসে একটি বিশেষ দিন। ভারতীয় অর্থনীতিতেও একটি মনে রাখার দিন। এদিনই নরেন্দ্র মোদী পুরনো ১০০০ টাকা এবং ৫০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেছিলেন।এর পর কেটে গিয়েছে ছ'টা বছর। ২০১৬ সালের ৮ নভেম্বর আচমকা সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, দুর্নীতি এবং কালো টাকায় রাশ টানার উদ্দেশ্যেই তাঁর সরকারের এই পদক্ষেপ। কিন্তু এতগুলো বছর পরেও দুর্নীতিতে কি রাশ টানা গিয়েছে? কালো টাকা কি উধাও হয়েছে? নোটবন্দির পর থেকে এই সব প্রশ্নই তাড়া করে ফিরেছে দেশের সাধারণ মানুষকে, ভাবিয়েছে দেশের অর্থনীতিবিদদেরও।মোদী সরকারের এই নোট বাতিলের কাণ্ড-কারখানা রীতিমতো অবৈজ্ঞানিক এক ব্যাপার বলেও বার বার নানা মহল থেকে অভিযোগ উঠেছে। তবে একথা ঠিক সরকার এর পরবর্তী সময়ে ডিজিটাল লেনদেনের উপর জোর দিয়েছে। আর করোনা-কালে তা বেড়েছেও।কিন্তু দেশের প্রায় ১৫ কোটি মানুষের তো ব্যাংক অ্যাকাউন্টই নেই! ফলে তাঁদের সঞ্চয় তো নগদেই। সব মিলিয়ে নগদ শুধু চলছেই না, দিন দিন বাড়ছেও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.