বয়স কেবলই সংখ্যা মাত্র! ৬৭ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করলেন এক বৃদ্ধ
ODD বাংলা ডেস্ক: পড়াশোনার জন্য বয়স যে কেবলই একটা সংখ্যা মাত্র, তা-ই প্রমাণ করলেন আবুল কালাম আজাদ। ৬৭ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করলেন তিনি। বাংলাদেশের শেরপুরের বাসিন্দা আবুল। তবে, অন্য একটি নামেও বেশ পরিচিত তিনি, ‘কবি কালাম’।পরীক্ষায় পাশ করার খবর দিয়ে বাংলাদেশি সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০২২ সালে চন্দ্রাবাজ রশিদা বেগম হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসেন আবুল। সোমবার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ায় জানতে পারেন, ভাল নম্বর নিয়ে পাশ করেছেন তিনি।‘প্রথম আলো’ লিখেছে, ১৯৫৫ সালে লঙ্গরপাড়া গ্রামে জন্ম আবুলের। দশম শ্রেণি পর্যন্ত গ্রামেই পড়াশোনা করেছিলেন তিনি। সেই সময় তাঁদের বাড়িতে আগুন লেগে যাওয়ায় পরিবার-সহ ঢাকাতে চলে আসেন আবুল। তার পর ঢাকা শহরের ডকইয়ার্ডে চাকরি পেয়েছিলেন তিনি।
Post a Comment