৮ বছরের খুদের কামড়ে প্রাণ গেল গোখরোর!


ODD বাংলা ডেস্ক: বাড়ির পিছনে একা একাই খেলছিল বছর আটেকের দীপক। হঠাৎই পাশের ঝোপ থেকে একটি গোখরো বেরিয়ে এসে তার হাতে পেঁচিয়ে ধরে। ভয় পেয়ে গিয়ে সাপটিকে ছাড়ানোর চেষ্টা করতেই সেটি দীপকের হাতে দাঁত বসিয়ে দিয়েছিল। ব্যথায় কঁকিয়ে উঠেছিল দীপক। তার পরই ঝটকা মেরে হাত থেকে গোখরোটিকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। কিন্তু কোনও লাভ হয়নি।সাপটিকে ছাড়াতে এর পরই সেটির গায়ে জোরে কামড় বসিয়ে দিয়েছিল দীপক। আর সেই কামড়েই ছটফট করতে করতে মৃত্যু হয় গোখরোটির। নিস্তেজ হয়ে পড়তেই সাপের প্যাঁচ আলগা হয়ে যায়। তার পরই সেটিকে ছুড়ে ফেলে দেয় দীপক।সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রাইপুরের জশপুর জেলার পান্দারপাড় গ্রামে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.