অখিলের মন্তব্য নিয়ে নিজের জায়গা স্পষ্ট করল তৃণমূল

Odd বাংলা ডেস্ক: “কুরুচিকর মন্তব্য যিনি করেছেন, তিনি ক্ষমাও চেয়েছেন। নিশ্চিতভাবে এই ধরনের মন্তব্যকে আমরা কখনও সমর্থন করি না।” শনিবার আরামবাগে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যতম প্রধান মুখ চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা নিয়ে চারিদিক থেকে সমালোচনার ঝড় ধেয়ে আসছে। বিজেপির তরফ থেকে একের পর এক আক্রমণ করা হচ্ছে। জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অখিল গিরিকে গ্রেফতারি এবং তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছেন সৌমিত্র। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই অখিল গিরির এহেন মন্তব্য নিয়ে অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক দলের। এমন অবস্থায় এবার দলের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের অন্যতম সদস্য তথা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.