ফিরল KK মৃত্যুর স্মৃতি, ক্যানিংয়ে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ সঞ্চালক, অবশেষে মৃত্যু

ODD বাংলা ডেস্ক: ফিরল কেকে মৃত্যুর স্মৃতি। নজরুল মঞ্চের পর এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের খাস কুমড়োখালি। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে অসুস্থ হয়ে প্রাণ গেল সঞ্চালকের। জানা গিয়েছে, নিহত বছর আটচল্লিশের দেবাশিস দাস, কাকদ্বীপের হারউড পয়েন্টের বাসিন্দা। বরাবর বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনার কাজ করতেন তিনি। মঙ্গলবার ক্যানিংয়ের খাস কুমড়োখালি গ্রামে কালীপুজো উপলক্ষে অনুষ্ঠানের জন্য ডাক পান। নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান সঞ্চালনার জন্য পৌঁছেও যান দেবাশিস। নিজের কথার জাদুতে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি। এরপর অনুষ্ঠান শুরু হয়।সেই সময় অসুস্থ বোধ করতে থাকেন দেবাশিস। অনুষ্ঠানের উদ্যোক্তাদের সেকথা জানান। খানিকটা অচৈতন্যও হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করেন দেবাশিস। আবারও অনুষ্ঠান মঞ্চে ফিরে যান। তবে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। মঞ্চে বসে পড়েন। বুকে ব্যথা শুরু হয়। আবারও ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে এবার আর শেষরক্ষা হয়নি। প্রাণ হারান সঞ্চালক। ক্যানিং থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুমামলা রুজু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.