১৮ বছরের নীচে নিষিদ্ধ হচ্ছে মোবাইল ফোন

ODD বাংলা ডেস্ক: শিশুদের মোবাইল ফোনের আসক্তি দুর করতে বিশেষ পদক্ষেপ মহারাষ্ট্রের এক গ্রামের। মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলের ইয়াভাতমাল জেলার একটি গ্রাম ১৮ বছরের কম বয়সীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। পুসাদ তহসিলের অধীনে বাঁশি গ্রামের গ্রামসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় শিশুরা গেমগুলি দেখার এবং সার্ফিং ওয়েবসাইটগুলি দেখার জন্য উপযুক্ত নয় বলে আতে আসক্ত হয়ে পড়েছে।বাঁশি গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ গজানন টেলে বলেছেন, সমস্ত অভিভাবকদেরকে এবং তাদের সন্তানদেরকে কঠোরভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.