এখনও সঙ্কটজনক ঐন্দ্রিলা শর্মা, রয়েছেন ভেন্টিলেশনেই, কী বলছে হাসপাতাল?
ODD বাংলা ডেস্ক: এখনও সঙ্কটজনক পরিস্থিতিতে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভেন্টিলেশন সাপোর্টেই এখনও রয়েছেন তিনি।বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর থেকে তিনি ভেন্টিলেশনেই রয়েছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। স্ক্যান রিপোর্টে তা জানা যায়। তা ছাড়া, বুধবারেও ঐন্দ্রিলার জ্বর কমেনি। এখনও আগের মতোই অবস্থা দেখে চিকিৎসকেরা জানাচ্ছেন, অভিনেত্রীর শরীরে এখনও সংক্রমণ রয়েছে।
Post a Comment