এখনও আশঙ্কাজনক ঐন্দ্রিলা, কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিনেত্রীকে
ODD বাংলা ডেস্ক:এখনও আশঙ্কা জনক ঐন্দ্রিলা শর্মা। বিপদ কাটেনি আজ সকালেও। ৭২ ঘণ্টা পার হলেও এখনও অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে।মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। চিকিৎসকরা জানিয়েছিলেন ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলা সম্ভব নয়। তবে বৃহস্পতিবার রাতেও আশার খবর শোনা যায়নি। শুক্রবার সকালেও আগের মতই পরিস্থিতি। অসাড় হয়ে গিয়েছিল শরীরের একদিক। বাঁ হাত একটু আধটু নড়ছিল। অল্প সময় চোখ খুলেও তাকিয়েছিলেন। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে এখনও জ্ঞান ফেরেনি তাঁর। শরীরে রক্তচাপ কম। রীতিমতো চিন্তায় চিকিৎসকরা। নিউরো আইসিইউতে রাখা হয়েছে অভিনেত্রীকে। চিকিৎসকরা নিজেদের পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। সঙ্গে রয়েছেন সব্যসাচী চৌধুরী। চোখ নড়াচড়া করছে দেখে আশা দিয়েছিলেন চিকিৎসকরা।
Post a Comment