শীতের মরশুমে ছেলেদের ত্বকের নিন বিশেষ যত্ন, জেনে নিন কী করবেন, রইল বিশেষ টোটকা
ODD বাংলা ডেস্ক: শীতের সময় ত্বকের নানান জটিলতা দেখা যায়। এই সময় রুক্ষ্ম ত্বক, ত্বকে ফেটে যাওয়া, চুলকানির মতো নানান সমস্যা দেখা যায়। আর যত্ন না নিলে বাড়তে থাকে সমস্যা। এই সময় শুধু মেয়েদের নয়, ছেলেদের ত্বকেরও দেখা দেয় নানান সমস্যা। আজ টিপস রইল ছেলেদেরে জন্য। শীতের মরশুমে ছেলেদের ত্বকের নিন বিশেষ যত্ন, জেনে নিন কী করবেন।
ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন।
নারকেল তেল ব্যবহার করতে পারেন ত্বকে। তবে, ভালো উপকার পেতে কলা ও নারকেল দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। অর্ধেক মাপের কলা নিন। তা ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশান পরিমাণ মতো নারকেল তেল। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেল ধুয়ে নিন। দূর হবে রুক্ষ্ম ভাব।
এছাড়াও ছেলেরা ত্বকে মধু ব্যবহারে মিলবে উপকার। মধু তুলোয় করে নিয়ে তা মুখে লাগান। অন্তত ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন। ত্বক হবে টান টান। ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন ব্যবহার করুন এই প্যাক। দ্রুত মিলবে উপকার।
তেমনই ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন গাজর ও আলু দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। একটি গাজর নিয়ে তা ব্লেন্ড করে নিন। অন্য দিকে, একটি আলুর খোসা ছাড়িয়ে তা ব্লেন্ড করে নিন। এবার গাজল ও আলু থেকে রস আলাদা করুন। সেই রস তুলোয় করে মুখে লাগান। কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিন। এতে মিলবে উপকার।
এর সঙ্গে বন্ধ করুন ধূমপান। ধূমপানের কারণে ত্বকে দেখা যায় রুক্ষ্ম ভাব। তাই ভুলেও এই কাজ করবেন না। তেমনই খুব বেশি গরম জল দেবেন না ত্বকে। এতে ত্বক রুক্ষ্ম হয়ে যেতে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস। ত্বকের সঠিক যত্ন না নিলে সমস্যা বাড়তে থাকবে। তেমনই রোজ মুখে ময়েশ্চরাইজার লাগান। নিয়মিত মুখ পরিষ্কার করুন। মুখ পরিষ্কার না করে ময়েশ্চরাইজার লাগাবেন না। প্রতিদিন বাড়ি ফিরে মুখ পরিষ্কার করুন। তারপর ময়েশ্চরাইজার লাগান। শীতের মরশুমে ছেলেদের ত্বকের নিন বিশেষ যত্ন। এই পদ্ধতি মেনে চললে ত্বক ভালো থাকবে এই শীতের মরশুমে।
Post a Comment