অনুব্রতকে জেরা করতে কোমর বেঁধে আসানসোল সংশোধনাগারে ইডি
ODD বাংলা ডেস্ক:বৃহস্পতিবার জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় ইডি। ইডি টিম আসানসোল সংশোধনাগারে এদিন সকাল ১১টা-সাড়ে ১১টার মধ্যে গিয়ে জেরা করবে। ইডি সূত্রে খবর, গরু পাচারে কোটি কোটি টাকা লেনদেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে জেরা করে টাকার উৎস সম্পর্কে জানতে চান ইডির তদন্তকারীরা।গরু পাচার মামলায়, ইতিমধ্যে সায়গল হুসেনকে জেরা করেছে ইডি। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল অনুব্রত মণ্ডল ও তাঁর দেহ রক্ষী সায়গল হুসেনকে। এরপর সিবিআই তদন্তে উঠে আসে, একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্টের হদিস মেলার পরও সাম্প্রতিক সময়ে আরও তিনটি অ্যাকাউন্টের হদিস পায় সিবিআই। তার মধ্যে একটি প্রাইভেট ব্যাঙ্ক , ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আটটি অ্যাকাউন্ট। মোট ১৬.৪৫ কোটি টাকার হদিস রয়েছে বলে দাবি সিবিআইয়ের।
Post a Comment