সৌরভ নন, ICC-তে যাচ্ছেন খোদ জয় শাহ

ODD বাংলা ডেস্ক: BCCI নিয়ে চর্চা তুঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরানোর পর থেকেই চলছে এই বিষয় নিয়ে আলোচনা। বর্তমানে রজার বিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ICC-তে ভারতের প্রতিনিধি হিসেবে কে যাবেন তা অজানাই ছিল। বোর্ড কোনও এক অজ্ঞাত কারণে এই বিষয়ে নিরব ছিল। এবার সামনে এল নাম। যদিও সরকারিভাবে জানানো হয়নি। সূত্রের খবর, ICC-তে ভারতের প্রতিনিধি হিসেবে এবার যাবেন BCCI সচিব জয় শাহ। বার্ষিক সভায় উপস্থিত থাকবেন জয় শাহ ও রজার বিনি। অন্যদিকে না থেকেও থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ তাঁর ICC-র মসনদে বসা হয়নি। BCCI-এর পক্ষ থেকে তাঁকে প্রতিনিধি করা হয়েছে বা তিনিই মনোনয়ন জমা দেননি। তবে ICC-তে থাকছেন তিনি। জানা যাচ্ছে ICC-র ক্রিকেট কমিটির প্রধান হিসেবে থাকছেন সৌরভ।ICC-এক কর্তা নাম না প্রকাশের শর্তে সংবাদমাধ্যমকে বলেন, ‘যদি জয় শাহ BCCI ও ICC বোর্ডে প্রতিনিধিত্ব করেন তাহলে তিনি F&CA কমিটির অংশ হয়ে যাবেন। কিন্তু এতদিন পর ভারত হঠাৎ করে কেন প্রতিনিধিত্ব করছে?’ আগামী কয়েকদিনের মধ্যেই জয় শাহ মেলবোর্নে যাবেন। তাঁর সঙ্গে যাবেন রজার বিনি ও IPL চেয়ারম্যান অরুণ ধুমাল। ICC-র বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে ভারতীয় দলের সঙ্গেও তাঁরা দেখা করতে পারেন বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.