ডেঙ্গুর বলি বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার!
ODD বাংলা ডেস্ক: এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার (৪২)৷ এ দিন বেলেঘাটা আইডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা অনির্বাণ বাবু গত ১ নভেম্বর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এই তরুণ আধিকারিক ২০১১ এবং ২০১৬ সালে সাঁকরাইল কেন্দ্র থেকে সিপিএম-এর প্রার্থীও হন৷ রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে৷ বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগেই জ্বর আসে অনির্বাণ বাবুর৷ ডেঙ্গি পরীক্ষার ফল পজিটিভ আসার পর গত ২ নভেম্বর তাঁকে আইডি হাসপাতালেই ভর্তি করা হয়৷ গতকাল পর্যন্ত তাঁর রক্তে প্লেটলেটের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার৷ কিন্তু রাতেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ রাতেই তাঁর প্লেটলেটের সংখ্যা নেমে আসে ১৬ হাজারে৷
Post a Comment