ফের উত্তাপ চড়ছে পাহাড়ে, গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়ালেন গুরুং
ODD বাংলা ডেস্ক: ফের গোর্খাল্যান্ড ইস্যুতে সুর চড়ালেন বিমল গুরুং। পাহাড়ে পারত পতন শুরু হলেও গোর্খাল্যান্ড ইস্যুতে উত্তাপ বাড়ালেন তিনি। ডিসেম্বরে গোর্খাল্যান্ডের ইস্যুতে বৈঠক করবেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে শিলিগুড়িতে সাংবাদিকস বৈঠক করে বিমল গুরুং বলেছেন, 'যে দল পাহাড় সমস্যার সমাধানে এগিয়ে আসবে ২৪ এর নির্বাচনে তাকেই সমর্থন।'সামনেই পঞ্চায়েত নির্বাচন। কয়েকদিন আগেউ উত্তরবঙ্গ সফর করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে বিজয়া সম্মেলনীর মঞ্চে দেখা গিয়েছে রাজবংশী সম্প্রদায়ের নেতা মহন্ত মহারাজকেও। কাজেই এবার যে আর বিজেপির চিঁড়ে ভিজবে না ডুয়ার্সে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। ভোটের তাগিদে ভাইফোঁটার উপহারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন মহন্ত মহারাজকে। তারই মধ্যে আবার শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গ ভাগের দাবি।
Post a Comment