ঘাড় ও গলার ত্বক কালো কেন হয়ে যায়, জেনে নিন
ODD বাংলা ডেস্ক: ঘাড় বা গলার ত্বক কালো হয়ে যাওয়া একটি সমস্যা। অনেকের কাছেই এটা অপছন্দ। নিজের কাছেও অস্বাস্তি লাগতে পারে। এই সমস্যাকে বলা হয় ‘অ্যাকানথোসিস নিগ্রিকানস।
’ এ দাগকে অনেকেই ময়লা ভেবে ভুল করেন। ময়লা পরিষ্কারের জন্য সাবান দিয়ে গলা ও ঘাড়ে ঘষাঘষি করেন। অতিরিক্ত ঘষাঘষির কারণে ত্বকের আর্দ্রতা কমে যায়। দাগ আরও গাঢ় হতে পারে।
ঘাড়ের ত্বক কালো হয়ে যাওয়ার কারণ
বিশেষজ্ঞদের মতে, মূলত দু’টি কারণে এই সমস্যা হতে পারে।
** তীব্র সূর্যের আলোর কারণে ।
** আমাদের আশেপাশের পরিবেশ অর্থাৎ দূষণ।
এর পাশাপাশি ত্বকের অন্য সমস্যাও থাকতে পারে। সেটি ভালো করে বলতে পারবেন বিশেষজ্ঞরা। যেমন:
** ওজন।
** পিসিওএস ও হাইপারথাইরয়েডিজম থাকলে।
**মোটা চেইন গলায় ব্যবহারের করলেও গলা ও ঘাড়ের ত্বক কালো হতে পারে।
**নিম্নমানের প্রসাধনীর ব্যবহার ইত্যাদি।
প্রতিকার:
সমস্যাটি যদি মারাত্মক কোনো কারণে না হয়ে থাকলে ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করে দেখতে পারেন।
>>লেবু ও বেসন ব্যবহার:
লেবু ও বেসন মিশিয়ে একটি পেস্ট তৈরি কুরুন। এক চা চামচ বেসনের মধ্যে আধা চা চামচ লেবুর দিতে হবে। এরপর ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে পরিষ্কার করে ফেলুন।
>>লেবু ও হলুদ ব্যবহার:
লেবু ও হলুদ ঘাড়ের কালো দাগ দূর করতে পারে। এটি খুব নিরাপদ ও ত্বকের জন্য ভালো। লেবুর রসে একটু হলুদ যোগ করে নিন। মিশিয়ে পেস্ট করে নিন। এরপর ঘাড়ে লাগান। ১৫মিনিট পরে ধুয়ে ফেলুন।
শুধুমাত্র দূষণ বা রোদের কারণে ঘাড় বা গলার ত্বক কালো হলে এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু শারীরিক কোনো সমস্যা হলে তখন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিকার করতে হবে। বিশেষ করে ঘাড় বা গলার ত্বক কালো হয়ে পড়ার সঙ্গে যদি চুলকানির সমস্যা হয়। কারণ এটি ত্বকের কোনো ধরনের সংক্রমণের কারণে হতে পারে।
Post a Comment