দুই চোখ ১৮.২ মিলিমিটার বের করে রেকর্ড গড়লেন যুবক

 


ODD বাংলা ডেস্ক: ছোটদের ভয় দেখাতে অনেক বড়ই চোখ বড় করেন। তবে এতো বড়! আশ্চর্য লাগলেও সেটাই করে দেখালেন এক যুবক। তিনি দুই চোখ কোটরের বাইরে এনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন।


ব্রাজিলের সিডনি ডি কারভালহো মেসকুইটার জন্য মোটেও তা নয়। টিও চিকো নামে পরিচিত সিডনি কোটর থেকে চোখ বেশি দূরত্বে সামনের দিকে বের করে গড়েছেন বিশ্বরেকর্ড (পুরুষ)।


গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েব সাইটে প্রকাশিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, চিকোর চোখ তার কোটর থেকে ১৮ দশমিক দুই মিলিমিটার বা ০.৭১ ইঞ্চি সামনের দিকে প্রসারিত হতে পারে।



চোখ ধাঁধানো এ প্রতিভা চিকো আবিষ্কার করেন ৯ বছর বয়সে। তিনি তার চোখের এ কারসাজি বন্ধু ও পরিবারের সদস্যদের দেখালে তারা মুগ্ধ হন। তবে এজন্য কোনো সমস্যায় ভুগতে হয় না তাকে। বরং চক্ষুবিশেষজ্ঞ জানিয়েছেন, এটি একটি বিরল উপহার।


চিকো বলেন, আমার যোগ্যতা অবশ্যই উপহার। এটি এসেছে বাবা, মা এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে। বিশ্বরেকর্ডের তকমা পেয়ে অত্যন্ত খুশি বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.