জিতবে ইংল্যান্ড ! ভবিষ্যদ্বাণী ক্যামেলিয়ার
ODD বাংলা ডেস্ক: প্রথম দিন থেকেই জমে উঠেছে কাতার বিশ্বকাপ। প্রথম দিনেই ইকুয়েডরের কাছে হেরে বসেছে আয়োজক দেশ কাতার। আজ রয়েছে তিনটি ম্যাচ।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার অন্যতম পরাশক্তি ইরান। শক্তির বিচারে ইংল্যান্ড এগিয়ে থাকলেও বড় দলগুলোকে হারানোর সামর্থ্য আছে ইরানের।
আরেক ম্যাচে গ্রুপ ‘এ’ থেকে রাত ৯.৩০-এ আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বকাপ ফাইনালিস্ট নেদারল্যান্ডস। আর দিনের তৃতীয় ম্যাচে রাত ১২.৩০-এ ওয়েলসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। খেলাময় একটা দিন কাটবে সবার।
আজ এশিয়ার অন্যতম পরাশক্তি ইরানের বিপক্ষে ইংল্যান্ড জয় পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছে ক্যামেলিয়া নামের একটি উঠ। ক্যামেলিয়ার মালিক হলেন ইংল্যান্ডের লেইসেন্টারের মেলটন মোবারি শহরের জেনি এবং ভেরনন মুর।
ইকুয়েডের বিরুদ্ধে প্রথম খেলায় স্বাগতিক দেশ কাতার পরাজিত হবে বলেই ক্যামেলিয়া ভবিষ্যদ্বাণী করেছিল, তার ভবিষ্যদ্বাণী ফলেছে! এ গ্রুপের খেলায় ক্যামেলিয়ার মুখ রক্ষা হয়েছে, ২-০ গোলে স্বাগতিক দেশ কাতার হেরে গেছে।
Post a Comment