মা-বাবাকে সুখে রাখবেন না কষ্টে? রাশি মিলিয়ে জেনে নিন কেমন ছেলে আপনি
ODD বাংলা ডেস্ক: সন্তান ছেলে হোক বা মেয়ে প্রত্যেকের নিজস্ব কিছু দায়িত্ব থাকে এবং এঁদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও পৃথক। তবে ছেলের কথা উঠলেই তাঁদের কাছ থেকে পরিবারের সদস্য ও সমাজের একটি বিস্তৃত চাহিদা থাকে। আবার এঁদের ওপর পারিবারিক চাপও থাকে মাত্রাছাড়া। যা অনেক মেয়েদেরই ওপরই থাকে না। বাবার গর্ব বা মায়ের চোখের তারা হন ছেলেরা। নিজের মা-বাবাকে ভালোবাসা, আদর-যত্নে ভরিয়ে দেওয়ার ছেলেদের পদ্ধতিও হয় পৃথক। আপনার ছেলে কোন ধরনের তা জ্যোতিষের সাহায্যে সহজেই জানা যেতে পারে। ছেলের রাশি অনুযায়ী জেনে নিন তার স্বভাব।
মেষ রাশি
এই রাশির ছেলেরা নিজের লক্ষ্য সম্পর্কে অত্যন্ত সচেতন। লক্ষ্যে অনড় থাকেন এঁরা। কিন্তু এঁরা নিজের পরিবারকে খুব বেশি ভালোবাসেন। এ কারণে এঁরা পরিবারের ভালোবাসার সঙ্গে আপোস করে স্বপ্নপূরণের পিছনে দৌঁড়ন না। তবে সিদ্ধান্তহীনতার কারণে এই রাশির জাতকরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু দিনের শেষে মা-বাবার আনন্দই তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা নিজের আনুগত্যপূর্ণ স্বভাবের জন্য পরিচিত। এই রাশির জাতকরা জেদি ও অন্তর্মুখী ব্যক্তিত্বের হয়ে থাকেন। এ কারণে এঁরা ঘুরপথে নিজের মা-বাবাকে আনন্দিত করার চেষ্টা করেন। তবে নিজের ভালোবাসার মানুষের মনে জায়গা করে নেওয়ার কৌশল এঁদের কমই জানা আছে। অভিভাবকদের জন্য এঁরা সরাসরি কিছু করেন না। কিন্তু গোপনে তাঁদের ভালো রাখার সমস্ত চেষ্টা চালিয়ে যান।
মিথুন রাশি
জ্যোতিষ বলছে মিথুন রাশির ছেলেরা নির্লজ্জ। এঁরা খুব বেশি কথা বলেন। এঁরা নিজের স্বভাবের দ্বারা অভিভাবকদের আনন্দে ভরিয়ে দিতে পারেন। মা-বাবাকে কী ভাবে খুশি রাখা যায়, সে সবই দেখে রাখেন এঁরা। কিন্তু এখানেই শেষ নয়। মিথুন জাতকরা অভিভাবকরদের যতটা আনন্দিত রাখেন তাঁদের পথে ততটাই বাধা সৃষ্টি করেন। মিথুন জাতকরা নিজের মা-বাবাকে অনেক সময় কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়ে দেন।
কর্কট রাশি
কর্কট রাশির ছেলেকা অত্যন্ত আবেগপ্রবণ। নিজের অন্যান্য পুরুষ বন্ধুদের মধ্যে এঁরা সবচেয়ে বেশি সংবেদনশীল। জ্যোতিষ বলছে নিজের এই স্বভাবের কারণে তাঁরা মা-বাবার চাহিদা ও প্রয়োজনীয়তাগুলি বুঝতে পারেন। মা-বাবার মনের প্রতিটি কথা অনুভব করতে পারেন এই রাশির জাতকরা। একবার তাঁদের মনের কথা বুঝে গেলে এঁরা সেই মনপ্রাণ দিয়ে তা পূর্ণ করার চেষ্টা করেন।
সিংহ রাশি
জ্যোতিষ বলছে সিংহ রাশির জাতকরা নিজের মা-বাবার ওপর আধিপত্য বিস্তার করেন। এমনকি প্রতিটি বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন এঁরা। আপনার সন্তান যদি সিংহ রাশির জাতক হয় তা হলে বাড়িতে বিবাদ, মতভেদ লেগেই থাকবে। অন্য দিকে এই রাশির জাতকরা নরম মনের মানুষ। নিজের এই স্বভাবের কারণে এঁরা অনেক সময় ছোটখাটো বিষয় উপেক্ষা করে যান ও নতুন আলোচনার পথ প্রশস্ত করেন।
কন্যা রাশি
কন্যা রাশির ছেলেরা অত্যন্ত বিবেচানাপূর্ণ হয়ে থাকেন। নিজের মা-বাবার স্বাস্থ্যের যত্ন নিয়ে থাকেন এঁরা। পাশাপাশি পারিবারিক কোনও বিষয়েই এঁদের নজর এড়ায় না। ঘরের সমস্ত কাজের প্রতি এঁদের তীক্ষ্ণ দৃষ্টি থাকে। বাড়ির সমস্ত কাজ ঠিক-ঠাক হল কি না, মা-বাবার কোনও জিনিসের প্রয়োজন আছে কি না, সে সবই এঁরা নিজে থেকে বিচার করেন। সমাজ ছেলের জন্য যে দায়দায়িত্বের তালিকা তৈরি করেছে, এই রাশির জাতকরা ঠিক তার বিপরীত।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা ভারসাম্য ও স্থায়ীত্বের খোঁজে থাকেন। নিজের জীবন ও পরিবার উভয়ক্ষেত্রেই এই রাশির জাতকরা স্থায়ীত্ব এবং ভারসাম্যকেই গুরুত্ব দেন। বাড়িতে কোনও ঝগড়া বা বিবাদ বাঁধলে এঁরা সবসময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। জ্যোতিষ বলছে এঁরা একজন ভালো মধ্যস্থতাকারীর মতো প্রত্যেককে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা আবেগপ্রবণ ও স্নেহময়। জীবনে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে চলাই এঁদের কাছে সব। কিন্তু নিজের লক্ষ্য অর্জন করতে গিয়ে এঁরা অনেক সময় নিজের অভিভাবকদেরই ভুলে যান। কিন্তু বাড়িতে থাকলে বা মা-বাবার সঙ্গে কোথাও ঘুরতে গেলে এঁরা পুরো সময় তাঁদের যত্ন নিতে ব্যস্ত থাকেন। মা-বাবাকে কী ভাবে ভালো রাখা যায়, তখন তা-ই হয় তাঁদের মূল লক্ষ্য।
ধনু রাশি
ধনু রাশির ছেলেরা অনেকটা মেষ রাশির ছেলেদের মতোই। এঁরা অ্যাডভেঞ্চর প্রেমী এবং স্বতঃস্ফূর্ত। নিজের এই স্বভাবের জন্য ধনু জাতকরা অনেক সময় পারিবারিক দায়িত্বও উপেক্ষা করে যান। কিন্তু ঠিক এর বিপরীতে এঁরা যদি পরিবারের সঙ্গে থাকেন তা হলে মা-বাবার যত্ন নিতে ও তাঁদের ভালো রাখার জন্য যে কোনও সীমা অতিক্রম করে যান।
মকর রাশি
এই রাশির জাতকরা অত্যন্ত প্র্যাক্টিক্যাল স্বভাবের হয়ে থাকেন। পাশাপাশি নিজের পেশা বা কাজকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এঁরা। এ কারণে মকর রাশির জাতকরা নিজের পরিবারের জন্য প্রচুর আয় করে থাকেন। কিন্তু পরিবারের আবেগপ্রবণ চাহিদা পূরণ করা এঁদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এঁরা নিজের মতো করে মা-বাবাকে সুখে রাখার চেষ্টা করেন। তাঁদের জন্য নানান উপহার ও অনুষ্ঠানের আয়োজন করে চমকে দেন মকর রাশির ছেলেরা।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা স্বতন্ত্র। স্বাধীন ও বন্ধনমুক্ত থাকতে ভালোবাসেন এঁরা। জীবনের প্রতিটি ক্ষেত্রে এঁরা স্বাধীনতা ও উদারতাই পালন করে চলেন। এর থেকে সামান্য বিচ্য়ুতিও এঁদের বরদাস্ত হয় না। কোনও দায়িত্বের বন্ধনে বাঁধা পড়তে এক্কেবারেই ভালোবাসেন না এঁরা। কিন্তু এরই পাশাপাশি লক্ষ্য রাখেন যে, তাঁদের কারণে যাতে মা-বাবা বা পরিবারের অন্যান্য় সদস্যদের মধ্যে কোনও অসন্তুষ্টি দেখা না দেয়।
মীন রাশি
এই রাশির ছেলেরা উপযুক্ত, স্নেহময়। প্রতিটি মা-বাবা ঠিক যেমন সন্তান কামনা করেন মীন রাশির ছেলেরা ঠিক তেমনই। নিজের মা-বাবাকে আবেগপ্রবণ ভাবে সমস্ত ধরনের সহযোগিতা প্রদান করেন এই রাশির জাতকরা। শুধু তাই নয়, মা-বাবার প্রতিটি চাহিদার প্রতি এঁদের তীক্ষ্ণ নজর থাকে। সেই চাহিদা পূরণ করতেও তৎপর থাকেন মীন রাশির ছেলেরা।
Post a Comment