রোগী সেজে অ্যাম্বুল্যান্সে করে গাঁজা পাচারের ছক, হেস্টিংস থেকে গ্রেপ্তার ২ অভিযুক্ত
ODD বাংলা ডেস্ক: রোগী সেজে অ্যাম্বুল্যান্সে করে গাঁজা পাচারের চেষ্টা। হেস্টিংস থানা এবং লালবাজারের গোয়েন্দা পুলিশের যৌথ উদ্যোগে বানচাল ছক। হেস্টিংস থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। বাজেয়াপ্ত অ্যাম্বুল্যান্স। কোথায় গাঁজা পাচার করা হচ্ছিল, আর কারাই বা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হল ভোলানাথ সিং এবং অলোক কুমার সাহু। ভোলানাথ মেদিনীপুরের বাসিন্দা। অপর ধৃত অলোক কুমার সাহু ওড়িশার খুরদা রোডের বাসিন্দা। অলোক ওড়িশা থেকে কলকাতায় আসে মঙ্গলবার। চার হাজার টাকা দিয়ে অ্যাম্বুল্যান্স ভাড়া নেয়। ভোলানাথ তার মালিককে জানায়, বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যেতে হবে। অলোকের সঙ্গে সম্পর্ক ছিল ভোলানাথের। ভোলানাথ গাড়ি চালাচ্ছিল। অলোক রোগী সেজে বেডে শুয়েছিল। পাশে ছিল ব্যাগ। ভোররাতে নীল আলো জ্বালিয়ে, সাইরেন বাজিয়ে অতি দ্রুত অ্যাম্বুল্যান্স চালিয়ে যাচ্ছিল তারা।
Post a Comment