সময় এখন বব কাটের
ODD বাংলা ডেস্ক: শীত এলেই চুলে রক্ষতা দেখা দেয়। অনেক সময় চুল পড়ার সমস্যাও বাড়ে। লম্বা চুল থাকলে সেই নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। বিশেষ করে শীত মৌসুমে আবহাওয়ার শুষ্কতা, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি কম ইত্যাদি কারণে চুলের গোড়া রুক্ষ হয় ও ফেটে যায় সহজে। যত লম্বা চুল সমস্যাও তত বেশি। কর্মব্যস্ত জীবনে চুলের যত্ন নেয়ার সময় থাকে না। তাই চুলের আরো দফারফা অবস্থা হয়।
চুল বড় হলেই মনের মতো সাজানো যাবে এমনটা নয়! লম্বা চুলেই খোলে রূপের বাহার এ ধারণাটা এখন ঠিক নয়! এমনকি সনাতনী সাজের সঙ্গেও ছোট চুলে সাজছে মেয়েরা। জনপ্রিয়তা পেয়েছে ছোট চুলের আধুনিকতার সঙ্গে সাবেক পোশাকের যুগলবন্দি। আপনিও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন আপনার চুলের সঙ্গে।
এই শীতে আপনি চাইলে বব কাট করে ফেলতে পারেন। তবে কেবল বব কাট সামনে দিকে রাখতে পারেন চাইনিজ লকস। শীতের মরসুমে চুল নিয়ে সমস্যায় পড়তে না চাইলে কৃতির লুকে সেজে উঠতে পারেন আপনিও।
Post a Comment