শাহরুখের গোপনাঙ্গে সুঁচ ফুটিয়েছিলেন চিকিৎসকরা! কিন্তু কেন
ODD বাংলা ডেস্ক: শাহরুখের কাঁধের চোটের বিষয়ে ইতিমধ্যেই অবগত তাঁর ভক্তরা। কিন্তু শিরদাঁড়ার ব্যথা ঠিক করার জন্য নায়ককে যা ঝক্কি পোহাতে হয়েছিল, তা শুনলে চমকে যাবেন। কাছের মানুষদের থেকে অভিনেতা জানতে পারেন, সেই দিনের পর তাঁর পক্ষাঘাত হতে পারত, নিজের কণ্ঠও নাকি হারাতে পারতেন নায়ক।শাহরুখের কথায়, ‘‘আচমকাই দেখি চিকিৎসক সুচ বার করেছেন। প্রথমে ভেবেছিলাম গলায় ফোটাবেন। তার পর দেখি উনি সমানে আমায় জামা কাপড় খুলে ফেলতে বলছেন। আমি ওঁর কথায় শার্ট খুলেছিলাম। কিন্তু পরে বুঝতে পারি না উনি আমায় পুরোই অনাবৃত হওয়ার কথা বলছেন। গোপনাঙ্গে সুচ ফোটাবেন বলে। আমি সেই মুহূর্তে খুব ভয় পেয়েছিলাম। পরে কী হয়েছিল, আমার ঠিক মনে নেই।’’
Post a Comment