হাইকোর্টের রায়ে বিপাকে শুভেন্দু, মানহানি মামলার তদন্তে স্থগিতাদেশের আরজি খারিজ


ODD বাংলা ডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশে বিপাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলার তদন্তে স্থগিতাদেশের আরজি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়ক। তাঁর সেই আরজি খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলা চলবে এবং নিয়মিত শুনানি হবে।কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। নিম্ন আদালতে সেই মামলা চলছিল। বিরোধী দলনেতা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সবসময় সশরীরে আদালতে হাজিরা দিতে পারবেন না বলে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তাঁর সেই আরজি খারিজ হয়ে যায়। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক। এদিকে নিম্ন আদালতের এই নির্দেশে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। জানিয়ে দেয়, বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরা দিতে হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.