কোভিড মোকাবিলায় আরও একধাপ এগোল দেশ, ভারত বায়োটেকের ন্যাসাল ভ্যাকসিনের অনুমোদন!

ODD বাংলা ডেস্ক: কোভিড মোকাবিলায় আরও একধাপ এগোল ভারত। দেশে তৈরি ন্যাসাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। ভারত বায়োটেক প্রথম সুঁচ ছাড়া ভ্যাকসিন বাজারে আনতে চলেছে। ১৮ বছরের বেশি বয়সীদের হেটেরোলগাস বুস্টার ডোজ হিসেবে এই ভ্যাকসিন দেওয়া যাবে।কোনও ব্যক্তি প্রাথমিকভাবে যে ভ্যাকসিনই ব্যবহার করুন না কেন পরে সেই ভাইরাসের মোকাবিলায় অন্য ভ্যাকসিনের ব্যবহারকে হেটেরোলগাস বুস্টার ডোজ বলা হয়। এক্ষেত্রে দেশের বেশিরভাগ মানুষ দেশে তৈরি কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ব্যবহার করেছেন। অনুমতি সাপেক্ষে এঁরা বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করতে পারবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.