গোমাংস বিক্রির অভিযোগ, অন্তর্বাস পরিয়ে চাবুক মেরে হাঁটানো হল দুই ব্যক্তিকে
ODD বাংলা ডেস্ক: গোমাংস বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে বিবস্ত্র করে হাঁটানো হল ছত্তিশগড়ের বিলাসপুরে। পাশাপাশি তাঁদের চাবুক দিয়েও মারা হল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে জনবহুল রাস্তায় কেবল অন্তর্বাস পরিয়ে তাঁদের হাঁটানো হচ্ছে। স্বাভাবিক ভাবেই বিতর্ক উসকে উঠেছে এই ঘটনায়।এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুজনের নাম নরসিংহ দাস ও রামনিবাস মেহর। তাঁদের বয়স যথাক্রমে ৫০ ও ৫২। তাঁরা বিলাসপুরের হাই কোর্ট কলোনি দিয়ে বস্তাভরতি গোমাংস নিয়ে যাচ্ছিলেন। খবর পেয়েই সেখানে হাজির হন বেশ কিছু মানুষ। তারপর তাঁরা সেখানে ওই দুই পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে হেনস্তা করা শুরু করেন। শেষ পর্যন্ত ভিডিওয় তাঁদের বলতে শোনা গিয়েছে, এবার রেহাই দিতে। কিন্তু তাতেও উন্মত্ত জনতা থেমে যায়নি।
Post a Comment