‘চাকরির নামে টাকা তুললে ছারপোকার মতো টিপে মারুন’, নিদান মদন মিত্রের
ODD বাংলা ডেস্ক: চাকরি দেওয়ার নামে টাকা তুলছে যারা, তাদের ‘ছারপোকার মতো টিপে মারা’র নিদান দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, “পার্থ চট্টোপাধ্যায়ের মতো কত লোকে টাকা তুলে বেড়াচ্ছে। চিটিংবাজ, ফেরেববাজে চারপাশ ভরে গিয়েছে।” এদের শায়েস্তা করার উপায় বাতলে দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী। পাশাপাশি দেবী জগদ্ধাত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করে বললেন, চাকরি দিতে পারেন একমাত্র মা জগদ্ধাত্রী, মমতা বন্দ্যোপাধ্য়ায়। স্বাভাবিকভাবেই দলীয় বিধায়কের এহেন মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”ওঁর কাছে এরকম খবর থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাক।”
Post a Comment