দূষণে হাঁসফাঁস দিল্লি, নয়ডায় বন্ধ হল স্কুল, রাস্তায় চলবে না পণ্যবাহী ট্রাকও


ODD বাংলা ডেস্ক: রাজধানী দিল্লিতে মাত্রা ছাড়িয়েছে দূষণ। হাঁসফাঁস অবস্থা বাসিন্দাদের। পরিস্থিতি নিয়ে একে অন্যের দিকে আঙুল তুলছে দিল্লির আপ এবং কেন্দ্র সরকার। এর মধ্যেই স্কুল বন্ধ করেছে নয়ডা। অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস হবে অনলাইনে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই নিয়মই চালু থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাক চলাচল বন্ধ রেখেছে দিল্লি।শুক্রবার সকাল ৬টায় দিল্লিতে বায়ুর গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স)-এর মাত্রা ৪৫৩। এই মাত্রা ৩০০-র বেশি হলে তা বিপজ্জনক বলে ধরা হয়। সেখানে দিল্লির জাহাঙ্গিরপুরীতে এই সূচকের মাত্রা ৪৮৫। বিমানবন্দরের আশপাশে এই সূচক ৪৫৩। নয়ডাতে এই সূচকের মাত্রা ৫৬২ আর গুরুগ্রামে ৫৩৯।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.