বিয়ের সময় গৌরিকে মুসলিম হয়ে যেতে বলেছিলেন শাহরুখ?

ODD বাংলা ডেস্ক: বলিউডের অন্যতম একটি 'পাওয়ার-কাপল' শাহরুখ খান ও গৌরী। একসঙ্গে প্রায় ৩০ বছরেরও বেশি সময় পার করে দিলেন বলিউড বাদশা এবং গৌরি। জানা যায়, জীবনের সব ভালো-খারাপ সময় একে অপরের পাশে থেকেছেন দু'জনে। বলিউডে শাহরুখ যখন স্ট্রাগল করছিলেন, তখন তার হাত ধরেন গৌরী। ১৯৯১ সালের ২৫ অক্টোবর তাদের বিয়ে হয়।

গৌরী হিন্দু পরিবারের মেয়ে। আর শাহরুখ ইসলাম ধর্মাবলম্বী। এ কারণে তাদের বিয়ে নিয়ে অনেক আপত্তি দেখায় গৌরীর পরিবার। কিন্তু শেষমেষ তাদের বিয়েতে রাজি হয় দুই পরিবার। তাদের বিয়ের দিনে সবাইকে অবাক করে দিয়েছিলেন শাহরুখ। বিয়েতে আসা অতিথিদের সামনে নামাজ পড়তে বলেন গৌরীকে। মজা করে কথাটি বললেও হতবাক হয়েছিল সকলে।

অনেক আগে ফরিদা জালালকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানান শাহরুখ। সেখানে তিনি অনেক কথার মাঝে তাদের বিয়ের কিছু মুহূর্ত সম্পর্কে জানান। তিনি বলেন, অন্য সাধারণ বিয়ে ৪৫ মিনিটের হলেও তাদেরটা চলেছিল প্রায় দেড়-দুই ঘণ্টা ধরে।

এ কারণে সেখানে লোকজনের মাঝে ফিসফিসানি শুরু হয় যে, শাহরুখ মুসলিম, সে জন্য হয়তো মেয়েটার নাম পরিবর্তন করে দিচ্ছে। গৌরী মনে হয় এবারে মুসলিম হয়ে যাবে!

ঠিক সেই সময়ই গৌরীর আত্মীয়দের সঙ্গে একটা মজা করার চিন্তা আসে শাহরুখের। ভরা মজলিশে তিনি বলেন, রাত ১টা বেজে গেছে, আমাদের নামাজ পড়তে হবে বলে বোরখা পরতে বলেন গৌরীকে। আর সবাইকে বলেন যে, গৌরীর নাম এখন থেকে হবে আয়েশা।

শাহরুখের মুখে এমন কথা শুনে সেখানে থাকা সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এর পর তাদের এমন চেহারা দেখে শাহরুখ সবাইকে উদ্দেশ্য করে বলেন, সব ধর্মকে সমানভাবে সম্মান জানানো উচিত। কিন্তু ধর্ম যেন ভালোবাসার রাস্তায় কাঁটা হয়ে না দাঁড়ায় এটিই শিক্ষা দিয়েছিলেন তিনি। শাহরুখ-গৌরি যে একে অপরের ধর্মকে সম্মান করেন- সেকথা  ২০০৫ সালে করণ জোহরের চ্যাট শোতেও বলেছিলেন গৌরী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.