টাকা গোনার সময় এই ভুলগুলো করবেন না, রুষ্ট হয়ে বিদায় নেবেন লক্ষ্মী
ODD বাংলা ডেস্ক: হিন্দুধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী। তিনি প্রসন্ন থাকলে আমাদের ঘরে সুখ ও সম্পদ উপচে পড়ে। তাই লক্ষ্মীকে খুশি রাখতে আমরা সবাই চাই। কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে নিজেদের অজান্তে আমরা এমন অনেক কাজ করে ফেলি যা লক্ষ্মীদেবীকে রুষ্ট করে দেয় অনেক সময়। আর লক্ষ্মী রেগে গিয়ে বিদায় নেওয়ার অর্থ, অলক্ষীর বাসা হবে সেই ঘরে, দুঃখ ও দারিদ্র্যে জেরবার হবে জীবন।
যে বাড়িতে লক্ষ্মীর বাস নেই, সেখানে যতই পরিশ্রম করা হোক না কেন, আর্থিক কষ্ট যেন পিছু ছাড়ে না। তাই জেনে নিন মা লক্ষ্মীকে খুশি করতে তাঁর পুজো করা ছাড়া আর কী কী করবেন। টাকা হল লক্ষ্মীর প্রতীক। অর্থ শুধু উপার্জন করলেই হল না, তাঁকে সম্মান করতে হয়। না হলে চঞ্চলা লক্ষ্মী আপনাকে ছেড়ে বিদায় নিতে দু-বার ভাববেন না। জেনে নিন টাকা গোনার সময় কোন কাজ ভুলেও করতে নেই। এমন কয়েকটি কাজ আছে, যা টাকা গোনার সময় আমরা অনেকেই করে থাকি। কিন্তু মনে রাখবেন, এর ফলে কিন্তু ক্রুদ্ধ হয়ে যেতে পারেন মা লক্ষ্মী। জেনে নিন এই কাজগুলি কী কী।
টাকায় থুতু লাগাবেন না
টাকা গোনার সময় অনেকেই হাতে থুতু লাগিয়ে নেন। জ্যোতিষ অনুসারে এই কাজ করা অত্যন্ত অনুচিত। কারণ টাকা হল মা লক্ষ্মীর রূপ। সেখানে থুতু লাগালে রুষ্ট হন দেবী। এই অভ্যেস আপনাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারে। শুধু ধর্মীয় দিক থেকে এটি খারাপ অভ্যেস, তা নয়। চিকিত্সাশাস্ত্রেও থুতু লাগিয়ে টাকা গোনাকে মোটেও সমর্থন করা হয় না। কারণ বহু লোকের হাতে হাতে ঘোরে বলে টাকায় প্রচুর জীবাণু থাকে। সেখানে হাতে করে থুতু লাগালে ওই জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে আমাদের অসুস্থ করে তুলতে পারে। তাই থুতু নয়, টাকা গোনার সময় প্রয়োজনে নোটে পাউডার লাগিয়ে নিন।
টাকা পার্সে রাখুন
টাকা ঠিকমতো না রাখলেও রুষ্ট হন লক্ষ্মী। পার্স ছাড়া আর কোথাও টাকা রাখবেন না। বড় ব্যাগের কোনও একটা খোপের যেমন তেমন করে টাকা ফেলে রাখবেন না, বা রুমালে বেঁধে রাখবেন না। ঠিক করে পরপর সাজিয়ে নোট পার্সে গুছিয়ে রাখুন। না হলে তা মা লক্ষ্মীকে অসম্মান করা হয়।
পরিশ্রম করে উপার্জন করুন
তাড়াতাড়ি টাকা রোজগার করার জন্য অনেকে ভুল পথের আশ্রয় নেয়। মনে রাখবেন, ভুল পথে উপার্জন করা অর্থ কখনোই আপনার কাছে থাকবে না। অসত্ পথে টাকা রোজগার হয়তো করা যায়, কিন্তু সেই টাকা বেশিদিন থাকে না। তাই সত্ পথে পরিশ্রম করে টাকা রোজগার করুন।
অর্থ নিয়ে মিথ্যাচার
যদি আপনার কাছে টাকা থাকে, তাহলে তা নিয়ে মিথ্যাচার করবেন না। টাকা নিয়ে যেমন দম্ভ করা উচিত নয়, তেমনই টাকা থাকলেও ক্রমাগত টাকা নেই-টাকা নেই করে যাওয়া ঠিক নয়। এর ফলে রুষ্ট হয়ে বিদায় নিতে পারেন লক্ষ্মী। অনেক সময় কাউকে আর্থিক সাহায্য করতে হতে পারে, এই ভয়ে অনেকে টাকা থাকলও বলে থাকেন টাকা নেই। এই অভ্যেসটি ঠিক নয়।
ঘরের লক্ষ্মীকে সম্মান
আমাদের সমাজে গৃহকর্ত্রীকে গৃহলক্ষ্মীর সম্মান দেওয়া হয়। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে হলে ঘরের লক্ষ্মীর যত্ন করা জরুরি। যে বাড়িতে মহিলাদের শ্রদ্ধা করা হয় না, সেই বাড়িতে কখনোই বাস করেন না দেবী লক্ষ্মী। বাড়ির মহিলারা খুশি থাকলে তিনিও খুশি থাকেন।
Post a Comment