মঙ্গলসূত্র পরার সময় এই ভুল করবেন না মহিলারা, পড়তে পারেন বড় বিপদে
ODD বাংলা ডেস্ক: মঙ্গলসূত্র এক ধরনের গয়না হলেও এটি শুধু সাজের অঙ্গ নয়। এটি বিবাহিত মহিলাদের অঙ্গে থাকা অত্যন্ত শুভ একটি উপকরণ।
ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও মঙ্গলসূত্রের বিশেষ তাত্পর্য রয়েছে। বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনা করে মঙ্গলসূত্র পরে থাকেন। এটি মহাদেব ও পার্বতীর সঙ্গে সম্পর্কযুক্ত। জেনে নিন মঙ্গলসূত্র সম্পর্কে অনেক অজানা তথ্য
মঙ্গলসূত্রে কালো পুঁতির অর্থ
কালো পুঁতি দিয়ে মঙ্গলসূত্র গাঁথা হয়। সোনা বা রূপো দিয়ে নানা ডিজাইনে আজকাল মঙ্গলসূত্র বাঁধানো হয়ে থাকে। কিন্তু তাতে কালো সুতো থাকতেই হবে। মনে করা হয় এই কালো পুঁতি মহাদেব ও পার্বতীর সম্পর্কের প্রেমকে তুলে ধরে। মঙ্গলসূত্রে থাকা সোনা পার্বতীর প্রতিনিধিত্ব করেন এবং কালো পুঁতি মহাদেবের প্রতিনিধিত্ব করে।
মঙ্গলসূত্রে কটি সুতো থাকে?
নয়টি সুতোয় মঙ্গলসূত্র গাঁথা হয়। এই ৯ সংখ্যা নিউমেরোলজি অনুসারে এনার্জির প্রতিনিধিত্ব করে। দেবী দুর্গার নয় রূপকেও তুলে ধরে মঙ্গলসূত্রের নয়টি সুতো। মনে করা হয়, এই নয় সুতো বিবাহিত জীবনে অশুভ শক্তি থেকে রক্ষা করে। এটি বিবাহিত জীবনের মাধুর্য্য ধরে রাখে। এই সুতোগুলি বাতাস, জল, মাটি এবং আগুন উপাদানের প্রতীক।
মঙ্গলসূত্র কেন পরতে হয়?
বিবাহিতা মহিলাদের অবশ্যই মঙ্গলসূত্র পরা উচিত। যদি কোনও কারণে মঙ্গলসূত্র পরতে ভুলে যান, তাহলে দলায় একটা কালো সুতো অন্তত বেঁধে রাখুন। বিবাহিতা মহিলাদের গলা খালি রাখতে বারণ করা হয়। কখনও একজন মহিলার মঙ্গলসূত্র অন্য কারোর পরা উচিত নয়। এর ফলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।
মনে করা হয় মঙ্গসূত্রের কালো সুতো স্বামীর জীবন অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং তাঁর আয়ুবৃদ্ধি করে। মঙ্গলসূত্র সোনা দিয়ে বাঁধিয়ে পরার রীতি প্রচলিত রয়েছে। এর ফলে জন্মকোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভালো হয় বলে মনে করা হয়। বৃহস্পতির শুভ প্রভাবে যে মহিলা মঙ্গলসূত্র পরেন, তাঁর জীবনে প্রেম ও মাধুর্য বজায় থাকে এবং তাঁর স্বামীর আয় বৃদ্ধি হয়।
Post a Comment