চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একসঙ্গে আটজনের পদত্যাগ পূর্ব বর্ধমানে

ODD বাংলা ডেস্ক: ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল চরম পর্যায়ে। যার জেরে পূর্ব বর্ধমানে দশজনের পরিচালন সমিতির সদস্যের মধ্যে একসঙ্গে আটজনের পদত্যাগ করলেন। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই জেলার বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ও সংঘর্ষ। মেমারী, গলসি, বর্ধমান শহরে গোষ্ঠী সংঘর্ষ মিটতে না মিটতে আবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল সমবায় সমিতির পরিচালন সমিতির দ্বায়িত্বপ্রাপ্তদের পদত্যাগের ঘটনায়। পূর্ব বর্ধমানের জামার সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে এই মূহুর্তে পরিচালন সমিতির সদস্য সংখ্যা দশ। এর মধ্যে একসঙ্গে আটজনের পদত্যাগের ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন সামনে বর্ধমান ১ নম্বর ব্লকে। পদত্যাগকারীদের অভিযোগ, যুব তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী তাদের নানানভাবে অপমান ও হেনস্থা করছে। যার কারণে সমবায়ে সম্মানের সঙ্গে কাজ করা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.