পাকিস্তানের মদতে কাশ্মীরে অশান্তি, বাজেয়াপ্ত অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী নেতার সম্পত্তি


ODD বাংলা ডেস্ক: উপত্যকায় ইডির তৎপরতা তুঙ্গে। এবার কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সাবির আহমেদ শাহের প্রায় ২২ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন-সহ একাধিক সন্ত্রাসবাদী সংগঠনের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই সাবির আহমেদের বিরুদ্ধে।ইডির এক মুখপাত্র বলেছেন, “২০১৭-এর ৩০ মে একটি এফআইআর-এর ভিত্তিতে আর্থিক তছরুপের মামলা শুরু করে ইডি। হাফিজ মহম্মদ সইদ-সহ অন্যদের বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারায় মামলা শুরু হয়। তদন্তে জানা যায়, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির আহমেদ শাহের উপত্যকায় পাথর ছোঁড়া, বিক্ষোভ-মিছিল, বনধ-হরতাল করে এবং বিভিন্ন নাশকতামূলক কাজের মাধ্যমে অশান্তি পাকানোয় যোগ রয়েছে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.