অভিষেকের শ্যালিকার রক্ষাকবচ খারিজের আবেদন, মানেকার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ED
ODD বাংলা ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে গেল ED। কয়লাপাচার মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী ১৬ নভেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা।উল্লেখ্য, এর আগে কয়লাপাচার মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে মেনকা গম্ভীরকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে। CGO কমপ্লেক্সে দীর্ঘ সাত ঘণ্টায় দু'দফায় জিজ্ঞাসাবাদ করা হয় মেনকাকে। ১৫-২০টি প্রশ্নের প্রশ্নমালা নিয়ে তৈরি ছিলেন আধিকারিকরা।
Post a Comment