টুইটার ব্যবহার করলেই দিতে হবে সাবক্রিপশন চার্জ! নয়া পরিকল্পনা মাস্কের
ODD বাংলা ডেস্ক: শুধু মাত্র ‘ব্লু টিক’ পাওয়ার জন্য নয়, টুইটার ব্যবহার করলেই দিতে হবে টাকা! মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে নাকি এমনটাই ভাবনাচিন্তা চলছে মাইক্রোব্লগিং সাইটের অন্দরে। বেশ কয়েক দিন ধরে টুইটারের পক্ষ থেকে পরিষেবা গ্রহণের জন্য টাকা ধার্য করার কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর। ইলন সমস্ত টুইটার ব্যবহারকারীদের জন্য ‘সাবস্ক্রিপশন ফি’ নেওয়ার পরিকল্পনা করছেন। টুইটারের একটি সাম্প্রতিক বৈঠকে কর্মীদের সঙ্গে ইলন এই বিষয়ে বিশদে আলোচনা করেন বলেও এই প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেক টুইটার ব্যবহারকারীকে প্রতি মাসে একটি সীমিত সময়ের জন্য টুইটার ব্যবহার করার অনুমতি দেওয়া হতে পারে। যার পরে ব্যবহারকারীদের মাইক্রোব্লগিং সাইটের ব্যবহার চালিয়ে যেতে একটি পরিষেবা মূল্য দিতে হতে পারে।
Post a Comment