ব্লু টিকের জন্য খরচ করতেই হবে, মাসে কত টাকা লাগবে? জানালেন টুইটারের নতুন মালিক

ODD বাংলা ডেস্ক: ইলন মাস্ক টুইটার কিনতেই বদল শুরু। টুইটার ব্যবহারকারীদের প্রোফাইল ‘ভেরিফিকেশন’ পদ্ধতি নতুন করে তৈরি করা হচ্ছে তা আগেই জানিয়েছিলেন খোদ টুইটারের মালিক। টুইটারে নিজের প্রোফাইলে নীল চিহ্ন (ব্লু টিক) রাখতে হলে এ বার থেকে প্রতি মাসে টাকা দিতে হবে বলে জানালেন ইলন। টুইটারের মালিক ১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার টুইট করে টাকার পরিমাণও জানিয়েছেন।ইলন জানালেন, এ বার থেকে নিজের প্রোফাইলে ব্লু টিক ভেরিফিকেশনের জন্য টুইটার ব্যবহারকারীদের প্রতি মাসে আট ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬১ টাকা) দিতে হবে। তিনি আরও জানালেন, জায়গা বিশেষে টাকার এই পরিমাণও বদলে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.