পাহাড়ি নদীতে উল্টে পড়লেন কঙ্গনা রানাওত!
ODD বাংলা ডেস্ক: কঙ্গনা এখন ব্যস্ত ‘এমার্জেন্সি’ নিয়ে। এই ছবির শুধু নায়িকা নয়, পরিচালক-প্রযোজকের আসনেও রয়েছেন অভিনেত্রী। সুতরাং তাঁর কাঁধে একগুচ্ছ দায়িত্ব। সম্প্রতি অসম পৌঁছেছেন কঙ্গনা, ‘এমার্জেন্সি’র পরবর্তী শেডিউলের লোকেশন নির্ধারণ করতেই উত্তর-পূর্ব ভারতে আগমন নায়িকার। শ্যুটিং শুরুর আগে লোকেশন রেকি করতে টিমকে নিয়ে অসমের পাহাড়ি নদীর ধারে ঘুরে বেড়ালেন কঙ্গনা। শুধু তাই নয়, লোকেশন রেকি করতে গিয়ে ঘটালেন কাণ্ডও!ইনস্টাগ্রামে ‘এমার্জেন্সি’র লোকেশন রেকি-র মুহূর্ত তুলে ধরেছেন কঙ্গনা। যেখানে অলিভ সবুজ জ্যাকেট এবং স্কিন-ফিট প্যান্টে দেখা মিলল কঙ্গনার। নদীর ওপর ছড়িয়ে থাকা পাথরের উপর পা দিয়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছেন কঙ্গনা। একটি ছবিতে দেখা গেল ব্যালেন্স রাখতে না পেরে নদীর জলে উলটে পড়েছেন কঙ্গনা।একটি পাথরে ভর দিয়ে কোনওরকম পুরোপুরি নদীর জলে ধপাস করে পড়ে যাওয়া থেকে রক্ষা পেলেন নায়িকা।
Post a Comment