পায়ের আঙুল এরকম হলে পিছু ছাড়বে না অর্থকষ্ট, তাড়া করবে দুর্ভাগ্য!



ODD বাংলা ডেস্ক: ব্যক্তির শরীরের নানা অংশের গঠন দেখে ব্যক্তির জীবনের নানা রহস্য সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। সমুদ্রশাস্ত্র আমাদের জানায় যে কী ভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখে মানুষের স্বভাব, চরিত্র ও ভবিষ্যত্‍ সম্পর্কে জানা যায়। আজ আমরা আলোচনা করব পায়ের আঙুল দেখে কী ভাবে একজন মানুষ সম্পর্কে ধারণা করা সম্ভব।


আমাদের শরীরের হাত, নাক, চোখ ইত্যাদির পাশাপাশি পায়ের আঙুলও ব্যক্তির জীবনের নানা দিক উন্মোচিত করে থাকে। আলাদা আলাদা মানুষের পায়ের আঙুল আলাদা আলাদা হয়। এক এক রকমের পায়ের আঙুল ভাগ্যে কী অপেক্ষা করছে তা বলে। যে কোনও ব্যক্তির পায়ের আঙুল দেখে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। ব্যক্তির কেরিয়ার, সাফল্যের বয়স, আর্থিক ভাগ্য কেমন হবে, এ সবই পায়ের আঙুলের গঠন লক্ষ্য করে জানা যেতে পারে। দেখে নিন বিভিন্ন ধরনের পায়ের আঙুল আমাদের ভবিষ্যত্‍ সম্পর্কে কী বলে।

​বুড়ো আঙুল লম্বা


যে ব্যক্তির পায়ের সমস্ত আঙুল সমান এবং বুড়ো আঙুল লম্বা হয়, তাঁরা শিল্পপ্রেমী হয়ে থাকেন। এমন ব্যক্তির মুখের কথা মধুর হয় এবং কথার গুণে অন্যেরা সহজেই এঁদের দ্বারা প্রভাবিত হয়ে যান। অনুসন্ধানমূলক কাজে নিজের সুনাম অর্জন করতে পারেন এঁরা। আবার যাঁদের বুড়ো আঙুল লম্বা এবং ওপরের অংশ গোলাকৃতি হয়, তাঁদের আর্থিক ভাগ্য খুবই ভালো হয়। এমন জাতক সাধারণত ৩৬ বছর থেকে ৪২ বছর বয়সের মধ্যে সাফল্য অর্জন করতে পারে।


​সব আঙুল সমান


কোনও কোনও জাতকের পায়ের বুড়ো আঙুল ও অন্যান্য আঙুল সমান থাকে। এমন ব্যক্তি নিজের কথা অন্যকে দিয়ে মান্য করাতে সিদ্ধহস্ত। সবাই যাতে তাঁদের কথা শুনে চলেন, তার জন্য চেষ্টার কমতি নেই এই জাতকদের। অন্যের ওপর নিজের আধিপত্য বিস্তারের চেষ্টাও করেন এঁরা। যে কাজ করতে চান, তা পূর্ণ করেই ক্ষান্ত হন। স্বভাবের দিক থেকে এই ব্যক্তিরা অত্যন্ত রোয়াবদার প্রকৃতির হন।


​ফাটা গোড়ালি


মহিলা অথবা পুরুষ, যাঁদের পায়ের গোড়ালি সব সময় ফাটা থাকে, ভাগ্য তাঁদের সঙ্গ দেয় না। এমন জাতকরা আর্থিক দিক দিয়েও সব সময় সমস্যায় থাকেন। এঁদের জীবনে কোনও না-কোনও সমস্যা লেগেই থাকে। এমন ব্যক্তিরা পুরনো বিচারধারা পালন করে চলেন। নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করতে চান না এঁরা। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে এঁদের চিন্তাভাবনা সঙ্কুচিত হয়ে যায়। জীবনে সাফল্য লাভ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এমন জাতকদের পক্ষে।


​কোমল ও পরিষ্কার পা


কোমল ও পরিষ্কার পা অত্যন্ত শুভ মনে করা হয়। যে ব্যক্তিদের এমন পা হয়, তাঁদের ভাগ্য খুব ভালো হয়। নিজের জীবনে ধন, সম্মান, প্রতিষ্ঠা লাভ করেন এই জাতকরা। কম বয়সেই অনেক কিছু লাভ করে নেন এঁরা। ২৩ বছর থেকে ২৮ বছর বয়সের মধ্যেই এঁদের ভাগ্যোদয় হয়। আবার যে জাতকের পায়ের আঙুলের মাঝে বেশি ফাঁক থাকে, তাঁরা নিজেকে সকলের থেকে দূরে দূরে রাখেন। এমন জাতক একা থাকতে ভালোবাসেন। এমনকি নিজের পরিবারের সঙ্গেও অধিক মেলামেশা পছন্দ করেন না এঁরা।


​সঠিক পায়ের গড়ন


যে ব্যক্তির পায়ের গঠন সঠিক হয়, অর্থাৎ বুড়ো আঙুল থেকে শুরু করে ছোট আঙুল পর্যন্ত বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকে, তাঁরা প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হন। সবাইকে দমিয়ে রাখার একটা প্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। সেই কারণে নিজের কথার সামনে এঁরা অন্য কারও কথাকে কখনোই গুরুত্ব দেন না। এর ফলে এঁদের দাম্পত্য জীবনেও ফাটল ধরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.