শিশুমৃত্যুর জন্য ভারতে তৈরি কাশির সিরাপই দায়ী, এমন প্রমাণ মেলেনি, জানাল গাম্বিয়া সরকার
ODD বাংলা ডেস্ক: আফ্রিকার গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর ঘটনায় আঙুল উঠেছিল ভারতে তৈরি চারটি কাশির সিরাপের দিকে। সংবাদ সংস্থা সূত্রের খবর, গাম্বিয়ার মেডিসিন কন্ট্রোল এজেন্সির এক আধিকারিকের তরফে জানানো হয়েছে, শিশুমৃত্যুর জন্য যে এই কাশির সিরাপগুলিই দায়ী, এখনও তার কোনও তথ্যপ্রমাণ মেলেনি।ইতিমধ্যেই ভারত সরকার সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্টে দেখা গিয়েছে, শিশুরা ডায়রিয়া রোগে আক্রান্ত ছিল। কিন্তু তাদের কাশির সিরাপ কেন দেওয়া হল সেই নিয়ে প্রশ্ন তুলেছে ভারত সরকার।প্রসঙ্গত হরিয়ানার সোনিপতে ‘মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড’ নামের যে ওষুধ নির্মাতা সংস্থাকে ঘিরে আশঙ্কা প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, মেকফ বেবি কাফ সিরাপ এবং মাগরিপ এন কোল্ড সিরাপ নামের চারটি কাশির সিরাপের সঙ্গে আফ্রিকার ওই শিশুমৃত্যুর ঘটনার যোগ রয়েছে বলে আশঙ্কা হু-এর।
Post a Comment