এই ৬ রাশির মেয়েরা সৌভাগ্য নিয়ে আসেন স্বামীর জীবনে, থাকে না কোনও অভাব

 


ODD বাংলা ডেস্ক: বৈদিক জ্যোতিষ শাস্ত্রে ১২টি রাশি, নবগ্রহ ও ২৭ নক্ষত্রের উল্লেখ পাওয়া যায়। জন্মের সময় গ্রহ-নক্ষত্রের অবস্থান ও রাশি অনুযায়ী জাতক বা জাতিকার ভাগ্য গণনা করা হয়। এমনকি বিবাহের সময়ও পাত্র-পাত্রীর কোষ্ঠী মিলিয়ে দেখা হয় যে তাঁদের দাম্পত্য জীবন কেমন কাটবে। তবে শুধু কোষ্ঠীবিচার করেই নয়, বরং রাশি দেখেও বোঝা যায় যে কোন রাশির জাতিকারা স্বামীর জন্য ভাগ্যবান প্রমাণিত হবেন। জ্যোতিষ অনুযায়ী এমন কিছু রাশি আছে যাঁর মহিলারা অত্যন্ত ভাগ্যবান। এঁরা যাঁদের জীবনে স্ত্রী হয়ে প্রবেশ করেন, তাঁদের কখনও অর্থাভাব বা সমস্যায় দিন কাটাতে হয় না। কোন রাশির মেয়েদের কথা বলা হচ্ছে জেনে নেওয়া যাক।


​কর্কট রাশি 

জ্যোতিষ মতে এই রাশির মহিলারা নিজের স্বামীর জন্য অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকেন। মনে করা হয় কর্কট রাশির মেয়েরা বিয়ে করে যেখানে যায়, সেই পরিবারকে আনন্দে উজ্জ্বল করে রাখে। এঁদের পা পড়ার পরই শ্বশুরবাড়ির ধনধান্যে কখনও অভাব দেখা যায় না। নিজের স্বামীকে মন-প্রাণ দিয়ে ভালোবাসেন এই রাশির মেয়েরা। তাঁদের সমস্ত দিক থেকে সুখী রাখার চেষ্টা করেন। জীবনসঙ্গীর সুখ-দুঃখে তাঁদের পাশে থাকেন কর্কট জাতিকারা। নিজের স্বভাবের মাধ্যমে শ্বশুরবাড়ির সদস্যদের মন জয় করতে পারেন এঁরা।


​তুলা রাশি 

এই রাশির জাতিকারা জীবনে সমস্ত কিছুর ভারসাম্য বজায় রেখে চলতে চান। অনেক সময় নিজের সিদ্ধান্তহীনতার জন্য সমালোচিত হন এঁরা। আবার সঠিক জীবনসঙ্গী নির্বাচনেও প্রচুর সময় ব্যয় করেন। কিন্তু একবার কাউকে বেছে নিলে, তাঁর সঙ্গে সারা জীবন কাটিয়ে দেবেন। এই রাশির মেয়েরা স্বামীর সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন এবং সুখ-দুখে তাঁদের পাশে দাঁড়ান। এই রাশির জাতিকাদের প্রভাবে স্বামী জীবনে প্রচুর উন্নতি করতে পারে।


​বৃশ্চিক রাশি 

এই রাশির মহিলারা অত্যন্ত আবেগপ্রবণ ও স্নেহময়। এঁরা স্বামীর প্রতি অনুগত থাকেন। বৃশ্চিক রাশির স্ত্রীর উপস্থিতিতে তাঁদের স্বামী জীবনের সেরা অভিজ্ঞতা অর্জন করে থাকেন। শ্বশুরবাড়ির সদস্যদের জন্যও আশীর্বাদ হয়ে আসেন এঁরা। তবে এঁদের সঙ্গে ভুলেও বিশ্বাসঘাতকতা করবেন না, তা না-হলে এঁদের প্রতিশোধ স্পৃহা আপনাকে সমস্য়ায় ফেলে দিতে পারে।


​মকর রাশি 

মকর রাশির জাতিকারা নিজের জীবনসঙ্গীর ভাগ্যোদয় ঘটান। এই রাশির মেয়েরা শ্বশুরবাড়িতে খুব বেশি কাজ করেন। এঁদের তর্কশক্তি ও বুদ্ধিমত্তা স্বামীর পক্ষে সহায়ক হয়। জ্যোতিষ বলছে এই রাশির মেয়েরা নিজের স্বামীর জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলে। মকর জাতিকারা নিজে আনন্দিত থাকেন এবং এর পাশাপাশি শ্বশুরবাড়ির প্রতিটি সদস্যকে খুশি রাখতে পারেন।


​কুম্ভ রাশি 

জ্যোতিষ বলছে যে কুম্ভ রাশির জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হন। জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এঁরা। নিজের স্বামীর যত্ন করেন এঁরা। এঁদের আত্মবিশ্বাস কম হয় না। স্বামীর সাহস হিসেবে কাজ করেন এঁরা। যে কোনও পরিস্থিতিই সামনে উঠে আসুক না-কেন এঁরা স্বামীর সঙ্গ ত্যাগ করেন না। পরিবারের ভালোর কথা চিন্তাভাবনা করতে থাকেন এই রাশির মেয়েরা।


​মীন রাশি 

মীন রাশির মেয়েরা অত্যন্ত সংবেদনশীল হন। শ্বশুরবাড়ির সদস্যদের যত্নে কোনও ত্রুটি রাখেন না এঁরা। জীবনসঙ্গীকে সবসময় খুশি রাখতে চান মীন রাশির জাতিকারা। স্বামীর ভাগ্য বৃদ্ধি করেন এঁরা। যাঁর সঙ্গে এঁদের বিয়ে হয়, তাঁদের ভাগ্য চমকে যায়। এঁরা নিজের জীবনে প্রচুর উন্নতি করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.