দক্ষিণেশ্বর যাত্রার অভিজ্ঞতা হবে আরও মধুর, অভাবনীয় পরিকল্পনা রাজ্যের

ODD বাংলা ডেস্ক:এবার পুণ্যভূমি দক্ষিণেশ্বরে যাওয়ার অভিজ্ঞতা হতে পারে আরও মধুর আরও মসৃণ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবার আরও সহজেই শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যেতে পারবেন ভক্তরা। দক্ষিণেশ্বরে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বাস টার্মিনাস তৈরির জন্য জায়গা দেখেও এসেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কামারহাটির তৃণমূল বিধাক মদন মিত্রকে সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখেছেন মন্ত্রী।সহজেই শহরতলী ও কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মেট্রোয় চেপে পৌঁছে যাওয়া যায় এই পুণ্যভূমিতে। এছাড়া রেলপথ তো আছেই। সড়কপথেও অনেকেই যান দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর স্টেশনের কাছেই যে বাসস্ট্যান্ডটি রয়েছে তার জায়গা বড়ই অপ্রতুল। ব্রিজের নীচের ওই বাসস্ট্যান্ডের যত্রতত্র ছড়িয়ে নোংরা-আবর্জনা। যা নিয়ে যাত্রীদের ক্ষোভ দীর্ঘদিনের।এবার তাই দক্ষিণেশ্বরে আন্তর্জাতিক মানের একটি বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই তৎপরতাও পুরোদমে শুরু হয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.