তিন দেশ থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব, ভোটের আগেই গুজরাতে ঘুরপথে CAA চালু কেন্দ্রের
ODD বাংলা ডেস্ক: সিএএ নয়, কিন্তু ঘুরপথেই সিএএ চালু করে দিল কেন্দ্রীয় সরকার৷ তাও আবার নরেন্দ্র মোদী- অমিত শাহের রাজ্য গুজরাতের জন্য ভোটের আগে নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুজরাতের দু'টি জেলা আনন্দ এবং মেহসনিতে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে অমুসলিমরা এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷ তবে ২০১৯ সালের সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনে নয়, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে এই নাগরিকত্ব প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ গুজরাত নির্বাচনের আগে স্বরাষ্ট্রমন্ত্রকের এই বিজ্ঞপ্তিতে স্পষ্টতই ভোটের ফায়দা তোলার রাজনীতি দেখছেন বিরোধীরা৷
Post a Comment