নিয়ন্ত্রণ হারাল মহাকাশযান, পৃথিবীর উপর ভেঙে পড়বে ২৩ টনের চিনা রকেট



ODD বাংলা ডেস্ক: আবার রকেট উৎক্ষেপণ করে বিশ্ববাসীর চিন্তা বাড়াল চিন! গত ৩১ অক্টোবর চিনের মহাকাশ সংস্থা ‘লং মার্চ’ নামের একটি রকেট উৎক্ষেপণ করে। এই রকেটে করেই তিয়ানগং স্পেস স্টেশনে নানা সামগ্রী পাঠিয়েছে চিন। চিনের মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, স্পেস স্টেশনে প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর জন্য এটাই তাদের শেষ উদ্যোগ। কিন্তু জানা গিয়েছে, সফল উৎক্ষেপণের পরেও রকেটের একাংশ চিনা মহাকাশ সংস্থার নিয়ন্ত্রণে নেই। যার অর্থ এই যে, আরও এক বার পৃথিবীর যে কোনও প্রান্তে ভেঙে পড়তে চলেছে রকেটের ২৩ টন ওজনের একাংশ।চিনের মহাকাশ সংস্থার আধিকারিক টেড এই প্রসঙ্গে জানিয়েছেন, মহাকাশযানের একাংশ ভেঙে পড়ার পর এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে তাঁরা যথাযথ পদক্ষেপ নেবেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.