ইমরান খানের ওপর হামলা, আবেগঘন বার্তা দিলেন প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ
ODD বাংলা ডেস্ক: মারাত্মক আক্রমণের পরেও সুস্থ রয়েছেন ইমরান, শুনে স্বস্তিতে ইমরান খানের প্রাক্তন স্ত্রী এবং প্রডিউসার জেমাইমা গোল্ডস্মিথ৷ প্রাক্তন পাক অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় প্রচুর মানুষ তাঁকে দ্রুত সুস্থতার বার্তা দিয়েছেন৷ তিনি যেমন প্রাক্তন স্বামীর স্বাস্থ্যের বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পর ট্যুইট করেছেন তেমনিই তাঁর সন্তানদের পক্ষ থেকেও একটি বার্তা দিয়েছেন৷ জানিয়েছেন যে ব্যক্তি আক্রমণকারীকে ধরে ফেলে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাঁরা৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন, 'আমরা খবরটিতে ভয় পেয়ে গিয়েছিলাম, ভগবানের আশীর্বাদ উনি ঠিক আছেন৷ আমার সন্তানদের পক্ষ থেকে সেই ব্যক্তিকে ধন্যবাদ যে গুলি চালককে ধরেছে৷'
Post a Comment