প্রেমে পড়তে কয় সেকেন্ড লাগে? জানালেন গবেষকরা
ODD বাংলা ডেস্ক: প্রেমের মানুষই মনের মানুষ। যার একটি ছবি মনেই আঁকা হয়ে যায়। তারপর একদিন হঠাৎ এমন কারো সঙ্গে দেখা, তখন মন বলে ওঠে ‘হ্যাঁ, এই তো সেই; যাকে আমি খুঁজছি।’
বিশেষজ্ঞরা কী বলছে জানলে অবাক হবেন। ‘জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য বলছে, শারীরবিদ্যা অনুযায়ী, একটি মন থেকে অন্য একটি মনে ভালবাসার নীল খামের ভেলা পৌঁছাতে সময় লাগে মাত্র ৫ সেকেন্ড। কিন্তু সকলের ক্ষেত্রেই যে একই নিয়ম খাটবে, তা নয়।
যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। মনোবিদদের মতে, দুইজন সম্পূর্ণ ভিন্ন মানুষকে চেনার এবং জানার ক্ষেত্রে একই বিষয়ে কৌতূহল, তাদের পছন্দ, রুচিবোধ, এই সব থেকেও সম্পর্কের সূত্রপাত হতে পারে। সেক্ষেত্রে পুরো বিষয়টি সময় সাপেক্ষ। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায়, এদের মধ্যে কেউ কেউ অন্যান্য যুগলদের দ্বারাও প্রভাবিত। তারা তুলনা করে দেখতে চান তাদের সম্পর্কের অগ্রগতি চিরাচরিত পথেই এগোচ্ছে কিনা।
Post a Comment