২০২৭-এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি মার্কিন সংস্থার
ODD বাংলা ডেস্ক: যে গতিতে দেশের অর্থনীতি এগোচ্ছে তাতে আগামী ৫ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে দেশ। এমনটাই দাবি করেছে মার্কিন বিনিয়োগকারী সংস্থা ‘মর্গান স্ট্যানলি’। করোনা বিপর্যয় কাটিয়ে উঠে জিডিপি বা উৎপাদন দ্বিগুণ করতে সক্ষম হবে ভারত বলে দাবি করা হয়েছে সংস্থাটির রিপোর্টে।সম্প্রতি ‘ফিনান্সিয়াল টাইমস’-এর একটি প্রতিবেদনে মর্গান স্ট্যানলির এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ চেতন আহিয়া দাবি করেছেন, ২০২৭-এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। আগামী ১০ বছরে জিডিপি বা উৎপাদন দ্বিগুণ করতে সক্ষম হবে দেশ। বর্তমানে ৩.৪ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ভারতের জিডিপি ৮.৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে। নিজের প্রতিবেদনে আহিয়া লেখেন, “প্রতিবছর ভারতের জিডিপি বাড়বে প্রায় ৪০০ বিলিয়ন ডলার। আমেরিকা ও চিনের পর এহেন বৃদ্ধির হার আর কারও নেই।”
Post a Comment