যাত্রীদের 'বিশুদ্ধ' জল দেওয়া হয়? রেলের কাছে রিপোর্ট চাইল আদালত
ODD বাংলা ডেস্ক: প্রকাশ্য সভায় জনতার উদ্দেশে ভাষণ দেওয়া সময় সাড়ে তিন বছরের শিশুসন্তানকে শুধু কোলে নিয়ে কিঞ্চিত আদর করেই কটাক্ষের শিকার হতে হল এক উচ্চপদস্থ আমলাকে। কেরালার তিরুবনন্তপুরমের ওই ঘটনায় পাঠনামথিত্তার জেলাশাসক দিব্যা এস আইয়ার কার্যত কাঠগড়ায়। সন্তানকে কোলে নিয়ে আদৌ আমলারা এ ভাবে কোনও অনুষ্ঠান মঞ্চে আসতে পারেন কি না, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকে। বিতর্কের মুখে নিজের পোস্ট করা ওই ভিডিয়ো মুছেও ফেলেছেন ওই আইএএস অফিসার।তবে সোশ্যাল মিডিয়াতেই অনেকে বলছেন, 'মেয়েরা যে একার হাতে একাধিক দায়িত্ব সামলান, এতেই তা প্রমাণ হয়ে যায়। উচ্চপদস্থ আমলা হওয়ার পাশাপাশি মা হিসেবে সন্তানের সঙ্গে সময় কাটানোর সম্পূর্ণ অধিকার হয়েছে তাঁর।' অতীতেও সিল করা বোতলে 'বিশুদ্ধ' তকমা দিয়ে নিকৃষ্ট মানের জল সরবরাহ করার অভিযোগ উঠেছে রেলের বিরুদ্ধে,যা গড়ায় আদালত পর্যন্ত গড়ায়। জলের স্টেটাস রিপোর্টও চেয়েছিল আদালত। কিন্তু ২০১৯-এর পর আদালতের কাছে রেল কোনও স্টেটাস রিপোর্ট জমা দেয়নি বলে জানা গিয়েছে।
Post a Comment