ইউক্রেন ছেড়ে যাওয়া ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা পড়া শেষ করার সুযোগ পাবেন রাশিয়ায়

ODD বাংলা ডেস্ক: ইউক্রেন যুদ্ধের জেরে মাঝপথেই সে দেশছাড়া ভারতীয় পড়ুয়ারা চাইলে রাশিয়ায় গিয়ে তাঁদের পড়াশোনা শেষ করতে পারেন। ইউক্রেনে মেডিক্যাল পাঠরত ভারতীয় পড়ুয়াদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে এই প্রস্তাব দিল ক্রেমলিন। বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ অ্যাভডিভের মন্তব্য, ভারতীয় পড়ুয়াদের রাশিয়ায় স্বাগত জানানো হবে।রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এ দেশের অসংখ্য পড়ুয়া। তাঁদের মধ্যে মেডিক্যাল পড়ুয়ারাও রয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে অনেকেই দেশে ফিরে এসেছেন। ওলেগ জানিয়েছেন, ভারতীয়রা তাঁদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে রাশিয়াকে বেছে নিতে পারেন। তিনি বলেন, ‘‘যে সমস্ত ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা রাশিয়ার গিয়ে তাঁদের মেডিক্যালের পড়াশোনা চালাতে পারেন। কারণ দু’দেশের (ইউক্রেন এবং রাশিয়া) মেডিক্যালের পাঠ্যক্রম প্রায় একই রকম। রাশিয়ায় তাঁরা (ভারতীয় পড়ুয়ারা) স্বাগত।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.